Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
প্রিয় পাঠক ও পাঠিকা গন কেমন আছেন? আজ বিশ্ব ভালোবাসা দিবস ২০২৪। এই দিনটিকে ঘিরে মানুষের অনেক প্রশ্ন থাকে। তারমধ্যে সেন্ট ভ্যালেন্টাইন দিবস কিভাবে যাত্রা শুরু হয় সে সম্পর্কিত। ভালোবাসা দিবসের অন্য নাম ভ্যালেন্টাইন। বর্তমানে ভালোবাসা দিবস পালনকারী এ্যাংলিকান কমিইউনিয়ন। ভালোবাসা দিবসের ধরন সাংস্কৃতিক, খ্রিস্টান ও বাণিজ্যিক। ভালোবাসা দিবসের তাৎপর্য হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইনের উৎসব পর্ব, ভালোবাসা এবং অনুরাগ উদযাপন। [ভালোবাসা দিবসের স্ট্যাটাস]
Table of Contents
ভালোবাসা দিবস পালন করা হয় অভিবাদন কার্ড , এসএমএস, স্ট্যাটাস ও কবিতা এবং উপহার পাঠানো ডেটিংও গির্জা পরিষেবা করে। এটি প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়। তবে জুলাই ০৬ অর্থডক্স গির্জা কর্তৃক পালিত হয়। অন্যদিকে জুলাই ৩০ অর্থডক্স গির্জা কর্তিক নির্দিষ্ট তারিখ। ভালোবাসা দিবসের আগেই পূর একটি সপ্তাহ জুড়ে বাংলাদেশের সাতটি দিবস উদযাপিত হয়। যেমন রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, কিস ডে। এই দিনগুলোকে মানুষ নানান ভাবে উদযাপন করে ।
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো ।
*** হ্যাপি ভ্যালেনটাইন ডে ***
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে
মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত ।
সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি ,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম – তোমায় ভালোবাসি ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুঁয়ে যাবে কৃষ্ণচূড়ার ফুল ,
হ্যাপি ভ্যালেন্টাইন ডে
আরও দেখুনঃ Best Friendship Caption Bangla
এই টেডি বিয়ারটা আমার সোনাটার জন্যে..
লাভ ইউ..
যদি ভালবাসাকে মৌচাক ধরি,♥♥ তাহলে
বিশ্বাস হল মৌমাছি। ♥♥কেননা উভয়ের
বিশ্বাসের মাধ্যমেই ভালবাসার অমৃত মধু পাওয়া
যায়। ♥♥
\”\”মন দেখে ভালবাসো,ধন দেখে নয়\”\”\”\”গুন দেখে প্রেম কর,রুপ দেখে নয়\”\”\”\”রাতের বেলায় সপ্ন দেখ,দিনের বেলায় নয়\”\”\”\”একজনকে ভালবাস,দশ জনকে নয়\”
\”আমি তোমাকে ভালবাসি।আর সারাজীবন তোমাকে ভালোবেসে যাব\”-ভালবাসার মানুষের মুখে এই কথাটুকু শুনলেও যেন মন জুড়িয়ে যায়…
\”আমি ভালবাসি\” বললেই কাউকে ভালবাসা যায় না..
ভালবাসার জন্যে চাই দুটো সুন্দর মন আর অনেকটা বিশ্বাস…
\”দুটি মন একটি আশা
এরই নাম ভালোবাসা\”
\”প্রেম আছে বলেই
পৃথিবী এত সুন্দর\”
|____#_.|_
()__##_.(__)
|#|_##.|#|
|#|#_#_.|#|
|#|# তাজমহল #.|#|
|#|#তোমার#|#|
|#|#__জন্যে_#|_|#|_
|##||#_______#.*|##|
অংক করতে যেমন সূত্র আর
নিভুর্ল হিসাব দরকার,
তেমন ভালবাসতেও দরকার
এক মুঠো আবেগ আর অনেকখানি বিশ্বাস।
মূলত এই বিশ্বাস জিনিসটাই
ভালবাসার খুঁটি মজবুত করে।
অভিমান রাগ একমাএ
তার উপরই করা যায়
যাকে সবচেয়ে বেশী
ভালবাসি !!!
জানিনা তোমার মধ্যে কি এমন আছে তবে এতটুকু জানি নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি।
সব সময় মনে হয় সব ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারতাম।
তুমি সুন্দর বলে তোমাকে ভালোবাসি এটা কখনো ভেবো না। তোমাকে ভালোবাসি বলেই আমার চোখে তুমি সুন্দর।
প্রত্যেক মানুষের জীবনে একটা করে স্পেশাল মানুষ থাকে ওই স্পেশাল মানুষের জায়গা কখনো কেউ নিতে পারে না, আর সেই মানুষটা হচ্ছে তুমি।
যদি সৌন্দর্য দেখে ভালবাসতাম তাহলে শুধু তুমি না অনেক জনকে ভালোবাসতাম। তুমি আমার এ জন্মের ভালোবাসা নয় তুমি আমার হাজার বছরের পুরনো ভালোবাসা।
ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস ,
তোমার প্রেমে বেঁচে আছি এইতো বিশ্বাস ,
জান আমার জান, তুমি আমার প্রানের মাঝে প্রান ।
হ্যাপি ভালেন্টাইন্স ডে
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
।… হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।
মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয় আজ ভালোবাসি তোমায় ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে ……
ভালো একবার যখন বেসেছি ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল ।
\”আমি ভালবাসি\” বললেই কাউকে ভালবাসা যায় না..
ভালবাসার জন্যে চাই দুটো সুন্দর মন আর অনেকটা বিশ্বাস…
“তোর হৃদয়ের মাঝখানে তে রাখবি আমায় বেঁধে ?”
ঠোঁট বাঁকিয়ে বললি হেসে “মাথা খারাপ !পাগল নেবো সেধে !”
“কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালবাসা ” .
“কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালবাসা ” .
“কারো সাথে কথা বলতে না পেরে ছটফট করার নাম ভালবাসা ” .
“কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার নাম ভালবাসা ” .
“কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালবাসা ” .
“কারো চোখের কোনে দু ফোটা জ্বল দেখে কেঁদে ফেলার নাম ভালবাসা ” . .
“কারো কাছ থেকে কিছু পাবো না ভেবেও কিছু পাওয়ার আশা করার নাম ভালবাসা “
\”সত্যিকারের হৃদয দিয়ে যারা ভালোবাসতে চায়, তারা ভালোবাসা পায়না। আর যারা মিথ্যা ভালোবাসে, তাদের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না\”!
“ ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি। ”
॥ আমি তোমাকে ভালোবাসি
।সারা জীবন ভালোবেসে যাব।
আমি তোমার হাতে হাত রেখে
সারা জীবন বাঁচতে চেয়ে ছিলাম ॥
তুমি রেগে গেলে যে তোমার রাগ ভাঙানোর জন্য ব্যকুল হয়ে পড়ে, সে তোমাকে অনেক ভালোবাসে। !
তোমার ফোনটা ওয়েটিং পেয়ে যে মনে ব্যথা পায়, সে তোমাকে ভালোবাসে !
তোমার পাশে অন্য কাউকে দেখে যার চোখে জল নেমে আসে সে তোমাকে ভালোবাসে। !
তোমার ব্যাথাই যে ব্যাথিত হয়, সে তোমাকে ভালোবাসে। !
যে সারাটা দিন কারনে অকারনে তোমাকে বিরক্ত করে সে তোমাকে ভালোবাসে। !
তোমার সবদিকটাই যার ভালো লাগে সে তোমাকে ভালোবাসে। !
তুমি কষ্ট পাবে ভেবে যে নিজের কষ্ট চেপে রেখে তোমার সাথে হেসে কথা বলে, সে তোমাকে ভালোবাসে
টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।।
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো
আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো ,
আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো ,
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো ,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো ,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় ।
শুভ ভালোবাসা দিবস! যদিও আমরা একে অপরের সাথে থাকতে না পারি! তবুও সবসময়ের মতো যতটা আমি তোমাকে জানতে চেয়েছি বুঝাতে চেয়েছি। আশা করি তুমিও সেভাবেই আমাকে বুঝবে। ভালোবাসা দিবসের অশেষ শুভেচ্ছা।
আমার ভালোবাসার কবিতা (তুমি কি আমার ভ্যালেন্টাইন হবে) আমার ভালোবাসার কবিতা তুমি কি আমার সকাল হবে? আমি জানি আমি তোমার। তুমি সাগরের মতো, আর আমি তোমার তীরের মতো, তুমি অবিরাম ঢেউয়ের মতো আর আমি তোমার অপেক্ষার বালি। এবং আমি চিরকাল অপেক্ষা করব যখন তুমি আসবে এবং আমার হাত মসৃণ করবে। আমি চিরকাল অপেক্ষা করব, শুধু তোমারই জন্য।
ভালোবাসা দিবস মানে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস মানে স্নেহের দিন। আমার চিন্তা স্বাভাবিকভাবেই তোমার দিকে মোড় নেয়। আমি অনেক কিছু মনে করি, বড় এবং ছোট যা তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে সর্বদা সদয় আলোতে দেখো; তুমি আমার জীবনের একটি আভা, সোনালী এবং উজ্জ্বল স্বপ্ন। এমন সুখী বন্ধনের জন্য কৃতজ্ঞ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রিয়।
মন যদি আকাশ হতো,
তুমি হতে চাঁদ,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত..
সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া ,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
তুমি সেই কবিতা !
যা প্রতিদিন ভাবি….
লেখতে পারিনা ।
তুমি সেই ছবি !
যা কল্পনা করি….
আঁকতে পারি না ।
তুমি সেই ভালোবাসা !
যা প্রতিদিন চাই….
কিন্তূ তা কখনোই পাই না ।
ღ হ্যাপি ভালোবাসা দিবস ღ
আমার বন্ধুদের এবং পরিবারের জন্য, আমি আপনাকে একটি শুভ ভালোবাসা দিবস উদযাপনের শুভেচ্ছা জানাই এবং এই বিশেষ ভালবাসার দিনে আপনার লালিত মায়াভরা মুহূর্তগুলি শুভ হোক। ভালোবাসা দিবসের শুভেচ্ছা বন্ধু।
আমি আপনার পাশে থাকতে ভালোবাসি। আমি শুধু এলোমেলোভাবে আপনার সাথে ঘুরে বেড়াতে ভালোবাসি, এমনকি যদি কোন গন্তব্য নেই। আমি আপনার সম্পর্কে সবকিছু ভালোবাসি।
আমি আপনার সৌন্দর্য দ্বারা মুগ্ধ, আপনার মায়ার দ্বারা মন্ত্রমুগ্ধ এবং আপনার ভালবাসা দ্বারা মন্ত্রমুগ্ধ। আশ্চর্যের কিছু নেই আমি সবসময় আপনার কথা ভাবি। আমি আপনার সাথে প্রতিটি ভ্যালেন্টাইন উদযাপন করতে চাই। শুভ ভালোবাসা দিবস।
ভাবছো কি আমার ভ্যালেন্টাইন প্রেমিক ভালোবাসা দিবসে আমার জন্য কি রেখেছে! ভালোবাসার প্রেমিক আমাকে কী দেবে! কেমন সারপ্রাইজ হবে? এটা আমার জন্য মজুদ টাকা হবে? এটা কি হীরার আংটি হবে? এটা কি সুখের গান হবে? এটা কি নতুন গাড়ি বাড়ি হবে? না..! ভালোবাসা দিবসে তোমার আমার অনুভূতির আদানপ্রদান হবে মাত্র। একটি স্বপ্নের বাস্তবায়ন হবে মাত্র। যা সবসময় ই আমরা কামনা করেছি। ভালোবাসা দিবসে ভালোবাসা নিও প্রিয়।
ভ্যালেন্টাইন একটি সুন্দর এবং পবিত্র দিন। সব প্রেমিক প্রেমিকার জন্য ভ্যালেন্টাইন একটি সুন্দর দিন। আজকের দিনটি তোমার জন্যই উৎসর্গিত। কারণ তুমি আমার মিষ্টি ‘ভ্যালেন্টাইন’। হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে সুইটহার্ট।
আরও দেখুনঃ বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
তুমি আমার চাঁদের আলো,তুমি জোসনা রাতের আলো,তোমায় আমি পাবো বলে;আমার যৌবন গেল ওই কালে।“ভালোবাসা দিবসের শুভেচ্ছা”
প্রেমে যে এতই মধু,
প্রেমে না পড়লে তা বোঝা যায় না।
যে ডুবেছে প্রেমের জলে,
সেই বুঝেছে এ কালের স্বাদ।
“ভালোবাসা দিবসের শুভেচ্ছা”
চোখে আছে কাজল, কানে আসে দুল,
কপালে লাল টিপ, পরেছো লাল শাড়ি;
চোখ দুটো টানা টানা, মুখে মিষ্টি হাসি,
তাই দেখে আমি হয়েছি উদাসিনী।
“ভালোবাসা দিবসের শুভেচ্ছা”
~যে তোমাকে ভালোবাসে এবং তোমাকে পরিপূর্ণ করে মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ।
— অভিজিৎ দাস
~যখন তোমাকে জীবন বিশেষ কেউ দিয়েই দেয় তাহলে আর চেও না।
— এম.এফ মোঞ্জাজের
~ এর চেয়ে সুন্দর আর কি হতে পারে যখন আপনি আপনার পছন্দের মানুষটির প্রিয় মানুষ।
— সংগৃহীত
জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।
খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!
~জানো পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাঙ্গানোর জন্য।
জানো ফুল কেন ফোটে?
তুমি দেখবে তাই।
জানো আকাশ কেন কাঁদে?
মন খারাপ হলে।
জানো তোমাকে পছন্দ করি কেন?
তুমি খুব ভাল লাগে বলে।
আর তোমায় ভাল লাগে বলে তোমায় এত ভালোবাসি।
~প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান,
প্রেম মানে অফুরন্ত ভালোবাসা।
ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি । আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।
জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।
কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়, দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়……
তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো….. আমাকে নয়, অন্য কাউকে….. তবে তোমার মতো করে নয়, আমার মতো করে…… যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি । থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা…….
খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!
মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়””””গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়””””রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়”” “”একজনকে ভালোবাসো, দশ জনকে নয় “”
ভালবাসার মানুষ যতোই দূরে থাকুকনা কেনো, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে ।
ভালবাসা মানে আবেগের পাগলামি,,ভালবাসা মানে কিছুটা দুষ্টামি ।ভালবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।
ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি_ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না_ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।
প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায় । সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় ।
যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”
তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের ২য় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ।
ভালোবাসি তোমায় এবং সবসময় বাসবো ,
আজ বললাম ও সারা জীবন বলবো ।
*** হ্যাপি ভ্যালেনটাইন ডে ***
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
@@@ হ্যাপি ভ্যালেন্টাইন ডে @@@
মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত ।
সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি ,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম – তোমায় ভালোবাসি ।
^^^ ভালোবাসা দিবসের শুভেচ্ছা ^^^
একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুঁয়ে যাবে কৃষ্ণচূড়ার ফুল ,
@@@ হ্যাপি ভ্যালেন্টাইন ডে @@@
ভালোবাসা বুকের ভেতর হয়েছে নিঃশ্বাস ,
তোমার প্রেমে বেঁচে আছি এইতো বিশ্বাস ,
জান আমার জান, তুমি আমার প্রানের মাঝে প্রান ।
@@@ হ্যাপি ভালেন্টাইন্স ডে @@@
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে ,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ,
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ,
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে ,
আমি যে ভালোবাসি শুধুই তোমাকে ।
।… হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।
মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয় আজ ভালোবাসি তোমায় ।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে ……
ভালো একবার যখন বেসেছি ছাড়বো না আর হাল,
আমি তোমার পাশেই আছি থাকবো চিরকাল ।
টিপ টিপ বৃষ্টি পরে, তোমার কথা মনে পড়ে,
এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,
এ প্রান শুধু তোমায় ডাকে , আমায় ভালবাসবে বলে,
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে …।।
Read More হাত ধরা নিয়ে ক্যাপশন
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো
আমি তোমাকে ভালোবাসি, কিন্তু
আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ,
আমি বলছি না তুমি আমাকে অনেক ভালবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালবাসতে ।
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো ,
আমি সেই নউকো হবো যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো ,
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো ,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুন হবো ,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ, তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালবেসো আমায় ।
ভ্যালেন্টাইন ডে
মনের মাঝে জড়িয়ে আছাে
ভুলবো কেমন করে,
মুখটা তােমার ভেসে উঠে
আমার দুটি চোখে,
সুখের বাসা ফিরে পেলাম
তােমার এই মনে,
থাকবে আবার আপন হয়ে
যাবে নাতাে ভুলে,
তােমার হৃদয় ভরিয়ে দেব
আমি গোলাপ হয়ে
আমার জীবনে থাকবে তুমি
সুখের সাথী হয়ে।
ট্রিক বঙ্গের আজকের এই আর্টিকেলটি আপনাদের মাঝে ভালোবাসা দিবসের রোমান্টিক স্ট্যাটাস, মেসেজ, উক্তি ও কিছু কথা তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা ভালোবাসা দিবসের রোমান্টিক স্ট্যাটাস, মেসেজ, উক্তি ও কিছু কথা সংগ্রহ করে নিতে পেরেছেন। যদি আমাদের আজকের এই আর্টিকেল আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এছাড়াও আমাদের ট্রিক বঙ্গ.কম কেও চাইলে বুকমার্ক করে রাখতে পারেন , আপনার যদি এই ধরনের পোস্ট আরও দেখতে ইচ্ছে হয় তাহলে আমাদের ট্রিক বঙ্গ.কম সাইট থেকে এসে দেখে কপি করে সেগুলো ব্যবহার করতে পারেন।